হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত
 প্রকাশিত: 
 ৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৫৪
 
                                রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (১৯) এক সিএনজি চালক নিহত হয়েছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী সুমন জানান, আজ ভোরের দিকে সিএনজি চালিয়ে যাচ্ছিল ওই চালক। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ওই ছিনতাইকারীরা। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই সিএনজি চালক আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ ভোরে রক্তাক্ত জখম অবস্থায় ওই সিএনজি চালককে মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আমরা এখনো ওই চালকের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: