আদাবরে হামলার শিকার বিকাশ কর্মী
 প্রকাশিত: 
 ৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৫৭
 
                                রাজধানীতে তুহিন নামে এক বিকাশ কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে আদাবরের শনিরবিল এলাকার সড়কে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তুহিনের বাবা মজনু মিয়া।
ছেলেকে হামলার ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, তার ছেলে চাকরির কাজকর্ম সেরে বাসায় ফিরছিলেন। এসময় শনিরবিল এলাকায় সড়কের একটি মোড়ে সাত থেকে আটজন তাকে পথরোধ করে এবং এলোপাথাড়ি মারধর করে। তাদের মধ্যে একজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তুহিন আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান।
মজনু মিয়া জানান, এ ঘটনায় তার ছেলে হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছেন।
তিনি আরও জানান, আজ সকালে তিনি আদাবর থানায় গিয়েছিলেন। কিন্তু ওই সময় পুলিশের উর্ধ্বতনরা উপস্থিত না থাকায় সাধারণ ডায়েরি বা মামলা করতে পারেননি। তিনি আবারো থানায় যাবেন বলে জানান।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: