বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


ডেমরায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ১৫:০৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৩

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় ছাদ থেকে পড়ে মাকসুদা আলম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকালে ডেমরায় হাজীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদা আলম ওই এলাকার মো. খোরশেদ আলমের স্ত্রী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে ওই গৃহবধূ গাছের পরিচর্যা করতে তাদের ডুপ্লেক্স বাড়ির ছাদবাগানে যান। এ সময় গাছে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ তিনি নিচে পড়ে যান।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঢাকা মেডিকেল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ডেমরা থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top