রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


সাড়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ শাহবাগ : চতুর্দিকে অ্যাম্বুলেন্সের সাইরেন


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৫

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০১:৫৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভাতা বৃদ্ধির দাবিতে বেলা ১১টা থেকে রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এতে করে সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ হয়ে থাকা শাহবাগ এলাকায় প্রচণ্ড যানজট দেখা দিয়েছে।

চিকিৎসকদের দিনব্যাপী অবরোধে তীব্র ভোগান্তিতে পড়েছেন রোগীসহ সাধারণ পথচারীরা। তাছাড়া বারবার অ্যাম্বুলেন্সের সাইরেনে মুখরিত হচ্ছে শাহবাগ মোড়। অসংখ্য রোগীকে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হচ্ছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর শাহবাগ এলাকায় এ চিত্র দেখা গেছে।

পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দেশের তিনটি প্রধান হাসপাতাল এখানে। রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোরও একটি শাহবাগ। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নানা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় স্থানটি। এতে সাধারণ মানুষ পড়েন দুর্ভোগে, রোগীদের ভোগান্তি হয় আরও ভয়াবহ। বেচাকেনা বন্ধ হয়ে যায় স্থানীয় ব্যবসায়ীদের। এ অবস্থায় আইন করে শাহবাগ মোড় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের দাবি জানান তারা।

ঢাকা মেডিকেলগামী অ্যাম্বুলেন্সের যাত্রী আরিফ হোসেন বলেন, গাড়িতে স্ট্রোকের রোগী। ডেমরা এলাকা থেকে নিয়ে এসেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেব। কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসার পর রাস্তা বন্ধ বলে জানিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। সেখান থেকে ছেড়ে দিলেও শাহবাগ পার হতে পারিনি। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে।

তীব্র ভোগান্তির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরাও। আফজাল হোসেন নামে এক পথচারী বলেন, গুলিস্তান যাব বলে মোহাম্মদপুর থেকে বাসে উঠেছি। এখানে আসার পর দেখি রাস্তা বন্ধ। দুই দিন পরপর এখানে কোনো না কোনো আন্দোলন হয়। এর আগেও ডাক্তাররা এখানে আন্দোলন করেছে। শুনলাম তাদের ভাতা বাড়িয়ে দিয়েছে। কিন্তু আজ দেখি আবার রাস্তা বন্ধ।

ভোগান্তিতে পড়েছেন গণপরিবহনে চালক ও সহকারীরাও। রজনীগন্ধা পরিবহনের চালক ফজল মিয়া বলেন, রাস্তা বন্ধ দেখে যাত্রীরা নেমে গেছে। কিন্তু আমাদের তো যাওয়ার উপায় নাই। সকাল থেকে বাস নিয়ে এখানে বসে আছি। আর কতক্ষণ থাকতে হবে আল্লাহই জানেন।

এর আগে ৫০ হাজার টাকা ভাতার দাবিতে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত হন পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। এরপর বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top