বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর ও ধানমন্ডিতে আগুন


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫ ১৫:৫০

আপডেট:
১ জানুয়ারী ২০২৫ ১৬:৫৫

ছবি সংগৃহিত

নতুন বছর উদ্‌যাপনের রাতে রাজধানীর মিরপুর ১১ নম্বর ও ধানমন্ডি এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধানমন্ডিতে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভে যায়। তবে মিরপুর এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়

বুধবার (১ জানুয়ারি) রাত দেড়টার পর এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, রাত ১২টা ৩৭ মিনিটে মিরপুর ১১ নম্বর এলাকায় এক ডাস্টবিনের ময়লায় আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ধোঁয়া দেখতে পায়। পানি ঢেলে ধোঁয়া বন্ধ করা হয়। জ্বলন্ত ফানুস থেকে আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাফি আল ফারুক আরও জানান, এদিকে রাত ১২টা ৫৩ মিনিটে ধানমন্ডিতে অবস্থিত ল্যাবএইড হাসপাতালের পার্শ্ববর্তী স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে জ্বলন্ত ফানুস পড়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এখানে জ্বলন্ত ফানুস পড়ে আগুন লেগেছে বলে জানান স্থানীয়রা।

উল্লেখ্য, নতুন বছরকে বরণে ‘থার্টি ফাস্ট নাইট’ উদ্‌যাপন করেছেন রাজধানীবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও অনেককে আতশবাজি, পটকা ফাটিয়ে এই উদ্‌যাপন করতে দেখা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top