বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫ ১৪:৫৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৬

ছবি সংগৃহিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়কের নিয়ম না মানা, ওভারটেকিং ও মধ্যরাতে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর অভিযোগে প্রায় অর্ধশতাধিকের বেশি বিভিন্ন যানবাহন ও ব্যক্তিগত গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। এ সময় চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকায় জব্দ করা হয়েছে চারটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল। এ সময় প্রায় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা তৈরির জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

এরপর মধ্যরাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় স্পিড মিটার, এতে ধরা পড়ে ঘন কুয়াশার মধ্যেও যানবাহনের মাত্রার অতিরিক্ত গতি। পরে সেসব গাড়ি থামিয়ে মামলা দেয় পুলিশ। এ সময় চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইনশৃঙ্খলা বাহিনী।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় একের পর এক দুর্ঘটনায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী। ফলে গভীর রাতে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের আটটি, জেলা পুলিশের তিনটি ও র‍্যাব-১০ এর একটি টহল গাড়ি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

পরে ধলেশ্বরী টোলপ্লাজায় ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহন এবং সড়কের গতি নির্দেশনা অমান্য করার অভিযোগে বিভিন্ন যানবাহনকে সড়ক পরিবহন আইনের আওতায় আনা হয়।

তিনি আরও জানান, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে আছে হাইওয়ে পুলিশ। সড়কের নিয়ম-শৃঙ্খলা অমান্য করলেই নেওয়া হচ্ছে কঠোর আইনগত ব্যবস্থা। এতে নিয়মিত মামলা দেওয়ার পাশাপাশি জব্দ করা হচ্ছে বিভিন্ন যানবাহন।

উল্লেখ্য, গত দুই সপ্তাহে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৭ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top