বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫ ১৩:১০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৪২

ছবি সংগৃহিত

বীর মুক্তিযোদ্ধা কারাবন্দি নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুল ইসলাম সরকারের বড় ভাই বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সালাহউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, নুরুল ইসলাম সরকারের ছেলে শাহানুর ইসলাম রনিসহ বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ শেষে দুপুর বারোটার দিকে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল কলেজ গেট থেকে বের হয়ে গাজীপুর হয়ে ফের টঙ্গী কলেজ গেট এসে শেষ হয়। নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে ডাকা এই সমাবেশের ফলে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর পৌনে একটার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিএনপির একটি কর্মসূচির কারণে মহাসড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে তা স্বাভাবিক হয়ে গেছে।

টঙ্গীতে সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার প্রায় ২ দশকের বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের পরিবার ও বিএনপির নেতাকর্মীরা তার মুক্তি দাবি করে নানা কর্মসূচি পালন করে আসছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top