বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


সাভারে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫ ১৫:৩৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৪০

ছবি সংগৃহীত

সাভারে চামড়া শিল্প নগরীর (বিসিক) ট্যানারিতে শ্রমিকদের সরকার ঘোষিত গ্রেডভুক্ত মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তাদের আন্দোলনে বেশ কয়েকটি ট্যানারিতে উৎপাদন কাজ বন্ধ রয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির ভেতরে বিক্ষোভ করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা।

ট্যানারি শ্রমিকরা বলেন, আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি। সরকার আমাদের পাঁচটি গ্রেডে মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে এবং বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে। এতে গত বছরের ২১ নভেম্বর মালিক, শ্রমিক, ইউনিয়নসহ সব পক্ষের সম্মতিতেই মজুরি ঘোষণা করা হয়েছিল। সে সময় মজুরি বোর্ডে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার ১ টাকা নির্ধারিত হয়েছে। কিন্তু এখনো আমাদের মজুরি বোর্ড বাস্তবায়ন হয়নি। দিনের পর দিন আমাদের দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু ট্যানারি মালিকরা আমাদের দাবি মেনে নিচ্ছে না। অবিলম্বে ট্যানারি শ্রমিকদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথা জানান ট্যানারি শ্রমিকরা।

এ বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, আমরা আলোচনা করেছি, তবে এখনো সমাধান হয়নি। আগামী সপ্তাহের মধ্যে বসে এটা সমাধান করতে হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top