মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৩

রাজধানীর মুগদা মানিকনগর নতুন রাস্তা এলাকার একটি বাসা থেকে শ্রাবন্তী আফরিন পায়েল (২১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে আমরা দুপুর সাড়ে ১২টার দিকে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।
মৃতের পরিবারের বরাতে তিনি জানান, নিহত পায়েল বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই কারণে তিনি তার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার চরকুমারিয়া এলাকায়। মুগদার মানিকনগর নতুন রাস্তা ৬০/৩/এ নম্বর বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। তিনি এক সন্তানের জননী।
আপনার মূল্যবান মতামত দিন: