সিসিইউ রোগীর বেশধারী ভারতীয় নাগরিক থেকে মদ জব্দ
 প্রকাশিত: 
 ১৮ মার্চ ২০২৫ ০৭:৫১
 আপডেট:
 ৩০ অক্টোবর ২০২৫ ১১:৩৭
 
                                রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক নাগরিকের কাছ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মদ ও কসমেটিকস পণ্য উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।
হুইল চেয়ারে বসে অসুস্থ রোগীর বেশে তিনি বিমানবন্দর ত্যাগ করার সময় পণ্যগুলো উদ্ধার করা হয়।
সোমবার (১৭ মার্চ) রাতে ভারতের কলকাতা থেকে নজরুল হক নামের এক যাত্রী বিমানের সিসিইউ ইউনিটে ঢাকায় এসেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) কাস্টমস হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে– কসমেটিকস পণ্য ২০ কেজি, মদ ৪ লিটার, মোবাইল ৩ পিস ও ৭ পিস কাপড়।
কাস্টমসের ওই কর্মকর্তা বলেন, এখানে পণ্য উদ্ধারের চেয়েও গুরুত্বপূর্ণ সিসিইউতে আসা রোগীর ছদ্মবেশ ধরে নজরুল নামের ওই লোক অবৈধ পণ্য বহন করছিলেন। এমন দুষ্টু লোকের কারণেই সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হন।
কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরে ভারত থেকে আসা ইন্ডিগোর একটি বিমান অবতরণের পর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নজরুল নামের ভারতীয় নাগরিক হুইল চেয়ারে বসে বিমানবন্দর ত্যাগ করছিলেন। কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল ওই যাত্রীর শরীর চেক করে বিভিন্ন কৌশলে লুকানো মদের বোতল ও মোবাইল উদ্ধার করে। মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: