সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


তুমি কে আমি কে ফিলিস্তিনি ফিলিস্তিনি, স্লোগান ঢাকার রাজপথে


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫ ১১:৫২

আপডেট:
১৪ এপ্রিল ২০২৫ ০০:৩১

ছবি সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বেলা ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়েছে।

এ সময় নারায়ে তাকবির আল্লাহু আকবার, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, বিশ্ব মুসলিম ঐক্য গড়ো ফিলিস্তিন স্বাধীন করো, বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার স্লোগানে মুখরিত হয় পুরান ঢাকার রাজপথ।

শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রেখে তাঁতীবাজার মোড় থেকে ঘুড়িয়ে মার্চটি আবার ক্যাম্পাসের দিকে চলে যায় এবং এখান থেকে ১২ জনের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র অ্যাম্বাসি, সৌদি অ্যাম্বাসি ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে রওনা দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top