সাভারে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১
 প্রকাশিত: 
 ২৮ এপ্রিল ২০২৫ ০৬:৩৭
 আপডেট:
 ৩০ অক্টোবর ২০২৫ ১১:৩৭
 
                                সাভারে যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কায় আনোয়ারুল ইসলাম (৩৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
পথচারীরা জানান, রাতে নওগাঁ থেকে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। এছাড়াও বাসে থাকা আরও তিনজন ব্যক্তি আহত হয়েছেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও সড়ক থেকে বাসটি সরিয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: