মোহাম্মদপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেফতার ৪
প্রকাশিত:
৫ জুলাই ২০২৫ ১৪:৫২
আপডেট:
৫ জুলাই ২০২৫ ১৯:২৪

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। এলিট বাহিনীর দাবি, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওই চারজন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে মোহাম্মদপুরের ৪০ ফুট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোশারফ হোসেন ওরফে আলভি (২৩), হৃদয় (৩১), ইলিয়াস হাজী (২০) ও আকাশ হাওলাদার (১৬)।
শনিবার সকালে র্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) খান আসিফ তপু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আলভিসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি সামুরাই জব্দ করা হয়েছে। অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের চার থেকে পাঁচ সদস্য পালিয়ে যায়।
খান আসিফ তপু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতার মোশারফ হোসেন ওরফে আলভি সম্প্রতি একটি ভিডিওতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএন /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: