বুধবার, ৩০শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


লন্ডন থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৯:০০

আপডেট:
৩০ জুলাই ২০২৫ ০৬:২৫

ছবি সংগৃহীত

লন্ডন থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে প্রবাসী একটি পরিবার। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বিমানবন্দর থেকে বের হওয়ার কয়েক মিনিট পর রাজধানীর বনানী কবরস্থানের কাছাকাছি রাস্তায় ডিবি পরিচয় দেওয়া ছিনতাইকারীরা তাদের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার গণমাধ্যমকে বলেন, উনাদের হয়ত বিমানবন্দর থেকে ফলো করেছে। এরপর বনানী কবরস্থানের কাছাকাছি এসে আমরা (পুলিশ) যেরকম লাইট ব্যবহার করি সেরকম সিগন্যাল লাইট দেখিয়ে গাড়িটি থামিয়েছে।

এরপর তাদের ডিবি পরিচয় দিয়ে ভয় ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়েছে।


কেউ আহত হয়েছেন কিনা, বা মারধর করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, "সেরকম কেউ আহত নেই। তবে মারধর কিছু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পরিবারটির একজন সদস্য বলেছেন, তাদের সবাই আতঙ্কে রয়েছেন। তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, দুটি আইফোনসহ নগদ কিছু অর্থ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top