শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২


জামিনে বেরিয়েই যুবককে হত্যা করল কিশোর গ্যাং সদস্য


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৮:১৬

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ২৩:৫৯

ছবি সংগৃহীত

রাজধানীর বনানীতে সিসা বারের সামনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাহাত হোসেন রাব্বি (৩০)। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন কুমিল্লার বরুড়া থেকে মুন্না (২৭) নামে এক যুবকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। নিহত রাব্বি কুমিল্লার বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মুন্না রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর সক্রিয় সদস্য। হত্যাকাণ্ডের মাত্র ৫ দিন আগে (৯ আগস্ট) সেনাবাহিনীর যৌথ অভিযানে মুন্নাসহ ওই গ্রুপের কয়েকজনকে আটক করা হয়েছিল। পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। সেসময় পুরোনো একটি মামলায় মুন্নাকে আদালতে পাঠানো হয়। তবে দুদিনের মধ্যে তিনি জামিনে বের হয়ে আসেন। এরপরই বনানীতে রাব্বিকে ছুরিকাঘাত করে হত্যা করেন বলে অভিযোগ।

যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, ৯ আগস্ট রাতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মুন্নাকে আটক করা হয়। এ সময় তিনি কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারের মাত্র ৫ দিনের মাথায় জামিনে ছাড়া পেয়েই এ হত্যাকাণ্ড ঘটান তিনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, ‘মুন্নার বিরুদ্ধে ছিনতাই ও মারামারিসহ একাধিক মামলা আছে। তিনি এলাকার কিশোর গ্যাং চক্রের সঙ্গে জড়িত। এর আগেও তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top