ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৫:০৯
আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৯:১৩

ঢাকা-১৯ আসন থেকে দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এ সময় সড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে অবরোধ করে বিক্ষোভকারীরা।
এসময় বিক্ষোভকারীরা জানান, ঢাকা-১৯ আসনে ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানকার ভোটার সংখ্যা প্রায় ৭ লাখের বেশি। এই সংসদীয় আসনে দুই ভাগে ভাগ করা যায়। কিন্তু অপরিকল্পিতভাবে ঢাকা-১৯ আসনকে বিন্যাস করা হয়েছে। যেখানে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যোগ করা হয়েছে। এতে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে সাভারের সঙ্গে যুক্ত রাখার অনুরোধ জানান। অন্যথায় কঠোরতর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারী জানান আন্দোলনকারীরা।
স্থানীয় আয়ুব খান বলেন, আমাদের এই বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে যদি ঢাকা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। তবে এই অঞ্চলের মানুষ অবহেলার শিকার হবে। কারণ প্রায় ৩০/৪০ কিলোমিটার দূরত্ব কেরানীগঞ্জে। সেখানকার জনপ্রতিনিধিদের সঙ্গে এই অঞ্চলের মানুষের যোগাযোগ রক্ষা করা সম্ভব নয়। এতে এই অঞ্চলের মানুষ ও জনপদের উন্নয়ন সম্ভব নয়। তাই এই অঞ্চলকে সাভারের সঙ্গে যক্ত রাখার জন্য অনুরোধ জানান তিনি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সাহেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়রা সড়ক অবরোধ করেছিল। তবে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ডিএম/রিয়া
আপনার মূল্যবান মতামত দিন: