গুলশান লেকে ঝাঁপিয়ে পড়া যুবকের লাশ উদ্ধার করল পুলিশ
প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৩
আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০

রাজধানীর গুলশান লেকে জালাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। তিনি জানান, রাতে কমিউনিটি পুলিশের মাধ্যমে গুলশান লেকে চার যুবকের ঝাঁপ দেওয়ার খবর পাই। তাদের মধ্যে দুই জন সাঁতরে লেক পার হয়ে পালিয়ে যায়। একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জালালকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আটক একজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসআই আরও জানান, এর আগে রাত সাড়ে ১০টার দিকে খবর পাওয়া যায়, লেকের ধারে ১৫-২০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছালে কাউকেই পাওয়া যায়নি। পরে লেক থেকে অচেতন অবস্থায় জালালকে উদ্ধার করা হয়। মৃত জালাল মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন। আগে একটি এসি কোম্পানিতে কাজ করতেন। তবে বর্তমানে তেমন কোনো কাজ করছিলেন না।
পথচারী সঞ্জিত বালা জানান, রাতে আমরা ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখতে পাই লেকের মধ্যে এক যুবক হাবুডুবু খাচ্ছে। পরে তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। আনার পরে চিকিৎসা ওই যুবককে মৃত ঘোষণা করে।
আপনার মূল্যবান মতামত দিন: