১ কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩১
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৯

রাজধানীর হাতিরঝিল থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ উজ্জল আলী (৪৭) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
ডিবি জানায়, মঙ্গলবার মধুবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে ধরা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
পুলিশ বলছে, উজ্জল আলী দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ করত। তিনি সংঘবদ্ধ একটি মাদকচক্রের সক্রিয় সদস্য।
উজ্জলের বিরুদ্ধে ইতোমধ্যেই ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: