বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২


শত কোটি টাকা আত্মসাৎকারী সেই আশরাফ ঢাকায় গ্রেপ্তার


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০

আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২

ছবি : সংগৃহীত

প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া মো. আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি।

বুধবার (১০ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আশরাফ আলী চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল ডিলার পাড়া এলাকার আব্দুল হকের ছেলে।

গোয়েন্দা ওয়ারী বিভাগের এসআই আব্দুল মোমিন বলেন, আশরাফ আলীকে ঢাকার পল্টন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আশরাফ ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিংয়ে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানা ও চট্টগ্রামের চকবাজার থানায় মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, দেশে ৩২ শাখার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অন্তত ১০০ কোটি টাকা আমানত নিয়ে তা ফেরত দেয়নি সিটি ইনভেস্টমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে আসছে প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক মো. আশরাফ আলী। ২০১৬ সালে গ্রাহকেরা আমানত ফেরত না পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এরপর আশরাফ আলী পরিচয় দেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক হিসেবে। আওয়ামী লীগের নেতা পরিচয়ে আরও বেপরোয়া হয়ে যান তিনি৷ গ্রাহকের আমানত ফেরত না দিয়ে উল্টো হত্যার হুমকি ও মামলায় ফাঁসানোর হুমকি দেন সিটি ইনভেস্টমেন্টের কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top