মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২১ ০৩:৫৩
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৮:০৮

আগামীকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কিছু জায়গায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেসব জায়গায় গ্যাসের পাইপ লাইনের প্রতিস্থাপন করা হবে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) তিতাসের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা উত্তর যাত্রাবাড়ীর মাদ্রাসা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া পাইপলাইন বন্ধ থাকায় এই এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: