শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ডিএসসিসির ৯ চালক বরখাস্ত


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২১ ১০:১৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:৫৯

ছবি: সংগৃহীত

গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সোমবার (১৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে ৯ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে সাতজন ভারী, দুইজন হালকা গাড়ির চালক।

বরখাস্ত হওয়া ভারী গাড়ির চালকরা হলেন- মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন (২), মো. কবির হোসেন (২) ও মো. রবিউল আলম।

হালকা গাড়ির চালকরা হলেন- মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদার।

করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা ৯টি আলাদা দপ্তর আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে জারি করা হয় এ আদেশ। সাময়িক বরখাস্ত এসব চালক বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top