শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


দেশে ফিরতে চান ভারতে উদ্ধার ১১৪ বাংলাদেশি জেলে


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ০১:১০

আপডেট:
২৪ আগস্ট ২০২২ ০১:৩১

 ছবি : সংগৃহীত

ভারতীয় পানিসীমায় উদ্ধার হওয়া ১১৪ জন বাংলাদেশি জেলে দেশে ফিরতে চান । ভারতে তাদের থাকা-খাওয়া ও চিকিৎসার সু-ব্যবস্থা সত্ত্বেও পরিবার-পরিজনের জন্য ও সমুদ্রে ডুবে যাওয়ার ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করে তাদের কান্না থামছে না।

গত শুক্রবার বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় গভীর সমুদ্রে দুর্ঘটনাগ্রস্ত হয় ভারত ও বাংলাদেশের একাধিক জেলে ট্রলার। দীর্ঘ সময় পানিতে ভাসতে ভাসতে সাগরের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় পানি সীমায় প্রবেশ করেন এই ১১৪ বাংলাদেশি জেলে। ওই সময় মৃত্যুমুখ থেকে তাদের উদ্ধার করেন ভারতীয় জেলে, নৌসেনা, ভারতীয় কোস্টগার্ড এবং বন বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, উদ্ধার হওয়া বাংলাদেশি ১১৪ জেলের প্রত্যেকেই পশ্চিমবঙ্গের কাকদ্বীপ ব্লকের সুপার স্পেস্যালিটি হাসপাতাল ও পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। যদিও তাদের মধ্যে ৯ জন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে শারীরিকভাবে সুস্থ জেলেদের ৩৩ জনকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশন ও কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে কাকদ্বীপ এলাকায় রামকৃষ্ণ মিশনের অধীনে থাকা একটি সরকারি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। বাকি ৭২ জনকে রাখা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে আরেকটি ত্রাণ শিবিরে। প্রশাসন সূত্রে জানা যায়, অসুস্থ নয় জেলে সুস্থ হয়ে উঠলে তাদের ও এই ত্রাণ শিবিরে যোগ দেওয়ার কথা। ত্রাণ শিবিরেরই তাদের পর্যাপ্ত খাদ্য ও পোষাকের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশি জেলেরা জানান, তারা শারীরিকভাবে সুস্থ থাকলেও অধিকাংশ জেলের মধ্যেই গভীর সমুদ্রে ভেসে থাকার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারের এক জেলে জানান, প্রায় ৩৬ ঘণ্টা গভীর সমুদ্রে ভেসে থাকার পর ভারতীয় এক ট্রলার তাদের উদ্ধার করে। তাদের দলের ২০ জন সদস্যের মধ্যে ২ জন এখনও চিকিৎসাধীন। যত দ্রুত সম্ভব দেশে ফিরে পরিবার পরিজনদের মধ্যে ফিরতে চান তারা। এক্ষেত্রে দুই দেশের প্রশাসনিক সহযোগিতা প্রার্থনা করেন তারা।

ভারতীয় ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য বাবলু পাল বলেন, ‘উদ্ধার হওয়ার পর থেকেই বাংলাদেশি মৎস্যজীবীরা কান্নাকাটি করছেন। আমরা ইতোমধ্যে উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অ্যাসোসিয়েশনের তরফে আবেদন জানিয়েছেন। এখানে তাদের খাদ্য-বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে, আপাতত তারা ভালো আছেন। তবে তাদের একমাত্র ইচ্ছা- তারা দ্রুত নিজের বাড়িতে ফিরতে চান।’

এদিকে ভারতের পক্ষ থেকে প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রম হওয়ায় বাংলাদেশি জেলেদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। সে ক্ষেত্রে দুই দেশের সরকারের আলাপ-আলোচনার ভিত্তিতে যত দ্রুত সম্ভব বাংলাদেশি এসব জেলেদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top