রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৭
আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১৭:১১

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র মারা গেছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে তেজগাঁও বিজি প্রেসের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম আলী হোসেন (১৬)।
জানা যায়, তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল আলী। আলীর বাড়ি বরিশালের মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তার বাবার নাম আজমির। ঢাকায় খাবারের দোকানে কাজ করেন তিনি।
স্কুলছাত্রের বাব জানান, কুনিপাড়া বাসা থেকে ফার্মগেটে কোচিংয়ের জন্য যাচ্ছিল আলী। বিজি প্রেসের সামনে একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: