কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে পড়েছিল নবজাতকের মরদেহ
প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪৩
আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১৭:২৫

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে শাহবাগ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, খবর পেয়ে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশের ফুটপাতে পাওয়া যায় নবজাতকটি। একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর রাখা ছিল।
তিনি জানান, ধারণা করা হচ্ছে মৃত নবজাতকটি কেউ ব্যাগ ভরে ফুটপাতে ফেলে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাইসহ বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: