শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


গ্যাস লাইটার জ্বালাতেই ধরে আগুন, দগ্ধ ১


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৪

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১৭:১৬

 ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান আটিপাড়ায় একটি টিনশেড বাড়িতে বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি আগুনে দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাবুল মিয়া পেশায় রিকশার মেকার। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের হযরত আলীর ছেলে।

বাবুল মিয়ার স্ত্রী সমলা বেগম জানান, আটিপাড়া বড়বাগ মহিলা মার্কেট সংলগ্ন মামুনের টিনশেড বাড়িতে স্বামীর সাথে তিনি, এক সন্তান ও তার মা ভাড়া থাকেন। রাত ১২টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর তার স্বামী বাবুল মিয়া রান্নাঘরে গিয়ে গ্যাস লাইটার দিয়ে মশার কয়েল জ্বালানোর চেষ্টা করেন। তখন সেখানে আগুন ধরে যায়। এতে তার শরীর দগ্ধ হয়। চিৎকার শুনে পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাতেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করান।

তিনি আরও জানান, বাড়িটিতে গ্যাস লাইন ও সিলিন্ডার দুটোই রয়েছে। তাদের ধারণা, গ্যাস থেকেই এই আগুন লেগেছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, বাবুল মিয়ার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top