মাথায় পানির ট্যাংক পড়ে নারীর মৃত্যু
প্রকাশিত:
২ অক্টোবর ২০২২ ০৪:১৮
আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১৭:১৩

হোটেলের ছাদ থেকে মাথায় পানির ট্যাংক পড়ে রাজধানীতে জামেলা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কদমতলীতে সাদ্দাম মার্কেটে এ ঘটনা ঘটে। জামেলা আক্তার খাজা হোটেলের কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইলে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. সৌরভ জানান, সাদ্দাম মার্কেটে খাজা হোটেল নামে নতুন একটি হোটেল হয়েছে। জামেলা ঐ হোটেলের থালা-বাসন ধোয়ার কাজের সময় হঠাৎ একতলা ছাদ থেকে পানির ট্যাংক তার মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন জামেলা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: