শত কোটি টাকা হাতিয়ে লাপাত্তা চেতনা সমবায় সমিতি
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ২২:১৩
আপডেট:
১১ অক্টোবর ২০২২ ০৭:১০

চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদককে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক। তবে গ্রেফতারদের নাম-পরিচয় বলেননি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
র্যাব-৪ এর অধিনায়ক জানান, সাভার-আশুলিয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উচ্চ মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয় চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। মুনাফার লোভে অনেকেই নিজেদের পেনশনের টাকা, গ্রামের ভিটেবাড়ি বিক্রি করা টাকা ও বিদেশ থেকে কষ্ট করে অর্জিত টাকা ওই প্রতিষ্ঠানে জমা রাখতেন। ২০০৮ সালে কার্যক্রম শুরুর পর এভাবে অন্তত এক হাজার পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৩০০ কোটি টাকা।টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে যান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। সবশেষ তারা র্যাবের হাতে ধরা পড়লেন।
আপনার মূল্যবান মতামত দিন: