হোম সার্ভিস দিতে গিয়ে গণধর্ষণের শিকার নারী
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২২ ০৪:৪১
আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১৭:১৪

পার্লারের হোম সার্ভিস দিতে গিয়ে ধানমন্ডিতে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী কর্মী। তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর স্বামী জানিয়েছেন, ‘তার স্ত্রী পার্লারের কাজ শিখেছে। সে অনলাইনের মাধ্যমে পার্লারের হোম সার্ভিস দিয়ে থাকেন।’
তিনি জানান,‘তার স্ত্রীকে গতকাল সন্ধ্যায় কাজ করার জন্য এক মেয়ে ধানমন্ডি ২৮ থেকে ফোন করে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে ঐ নারী তাকে রাস্তা থেকে রিসিভ করে একটি বাসার ২য় তলায় নিয়ে যান। সেখানে নেওয়ার পর ঐ নারীসহ তিন যুবক তাকে মারধর করে। এক পর্যায়ে তারা তার স্ত্রীকে ধর্ষণ করেন। পরে তাকে ধানমন্ডির একটি রাস্তায় ফেলে চলে যান।’
ভুক্তভোগীর স্বামী আরও জানান, ‘সংবাদ পেয়ে তিনি স্ত্রীকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন। ঘটনাস্থলটি তার স্ত্রী চেনেন।’
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘ভিকটিম ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল ও ভিকটিমের পক্ষ থেকে আজ বুধবার জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল সনাক্তের চেষ্টা করছেন। যে মেয়েটি তাকে হোম সার্ভিসের জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন, তারা তাকেও সনাক্তের চেষ্টা করছেন। যেহেতু ভিকটিম ঐ বাসা চেনেন। তাই সে অসুস্থ থাকায় এ মুহুর্তে তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না।’
আপনার মূল্যবান মতামত দিন: