শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


হেফাজতের ওয়াসিক বিল্লাহ নোমানী গ্রেফতার


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২১ ১৭:৪৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩০

ছবি: সংগৃহীত

‌‌‍‍‌রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার’ অভিযোগে হেফাজতে ইসলামের অনুসারী ও বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১১ন এপ্রিল) বিকালে তাকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার সেনবাড়ি রোড থেকে যৌথ অভিযানে গ্রেফতার করে কোতোয়ালি জেলা গোয়েন্দা পুলিশ।

পরে তার বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা করা হয়েছে। বর্তমানে জেলা গোয়েন্দা শাখার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নোমানী নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মনোরঞ্জন দাসের ছেলে। তিনি সেনবাড়ি রোড একটি মাদ্রাসার শিক্ষক বলে পুলিশ জানিয়েছে। তিনি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তার আগের নাম ছিল চয়ন কুমার দাস।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার নোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, নগরীর সেনবাড়ি রোডস্থ মসজিদের সামনে ধর্মীয় ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রদানের সময় রোববার বিকাল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা শ্রমিক লীগ নেতা ও জেলা সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন বাদী হয়ে তার বিরুদ্ধে আইসিটি আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

এ ছাড়া তার বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top