সিরাজগঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫ দোকান
প্রকাশিত:
১২ এপ্রিল ২০২১ ১৮:০৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০০:৫৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে। উপজেলার নিমগাছী বাজারে রবিবার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রায়গঞ্জ ও তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
এদিকে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘রবিবার রাত ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে কয়েকটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রায়গঞ্জ ও তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজুল ইসলাম জানান, আগুনে তিনটি স্বর্ণের দোকান, সেলুন, মুদি দোকানসহ মোট ১৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকার মতো হলেও ব্যবসায়ীদের দাবি তাদের ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: