বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


প্রতারণা মামলায় এমপি মমিনের শ্বশুর গ্রেফতার


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২০ ১৫:৪৪

আপডেট:
১ মে ২০২৪ ১৯:৫৪

ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডলের শ্বশুর শহরের ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের এস এস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাজী জাহাঙ্গীর আলম শহরের মোক্তারপাড়ার মৃত মনছুর রহমানের ছেলে।

তিনি সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের শ্বশুর ও একই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডলের বেয়াই।

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, ‘মঙ্গলবার ভোরে মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান মন্ডল অটোব্রিক্স লিমিটেডের প্রতিনিধি আওলাদ হোসেন বাদী হয়ে ১২ কোটি ২ লাখ টাকারও বেশি অর্থ প্রতারণার অভিযোগ এনে হাজী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দুপুরের দিকে শহরের এস এস রোড এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।’

মামলার বাদী আওলাদ হোসেন বলেন, ‘সাবেক সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের ছেলে বর্তমান সংসদ সদস্য এবং মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডলের শ্বশুর হাজী জাহাঙ্গীর আলম আত্মীয়তার সুবাদে মন্ডল অটোব্রিক্স লিমিটেড স্থাপনের লক্ষ্যে ৩শ/৪শ বিঘা জমি কিনে দিতে চান। তখন জাহাঙ্গীর আলম নির্ভেজাল সম্পত্তি কিনে দেয়ার কথা বলে মজিদ মন্ডলের কাছ থেকে ২০১২ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত নগদে ও চেকের মাধ্যমে ১২ কোটি ২ লাখ, ২২ হাজার ৯৪০ টাকা নেন। জাহাঙ্গীর আলম কোন জমি না কিনে ওই টাকা আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করা টাকা ফেরত দেয়ার বিষয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। তবে তিনি টাকা ফেরত দেননি।’

তিন আরও বলেন, ‘এ অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর আব্দুল মজিদ মন্ডল জাহাঙ্গীর আলমকে টাকা ফেরতের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম অস্বীকার করেন। এ কারণে বাধ্য হয়ে মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে এমপির শ্বশুরকে আটকের ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top