শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল সহায়তা
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২১ ১৬:৫৫
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মধ্যে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ওই সব পরিবারের মধ্যে ঢেউটিন ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল রাব্বি, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলামসহ অন্যরা। প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও খাদ্যসামগ্রী দেওয়া হয়।
উল্লেখ্য, গেল ২৫ মার্চ দুপুরে চৈত্রের দাবদাহে চুলা থেকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আশপাশের ১৩ পরিবারের বাড়িঘর ভস্মীভূত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: