মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৭ জনকে পিটিয়ে জখম
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২১ ১৭:২৮
আপডেট:
২০ এপ্রিল ২০২১ ১৮:০৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ লোকজনের হামলায় ৭ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার কাউচাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কাইচাইল এলাকার শাওন শেখ (১৮), মনির হোসেন শেখ (৩৯), শিপন হালদার (২৫), হাসান সরদার (৩০), আমির হোসেন (৩২), পান্না আক্তার (২৮) ও রূপা আক্তার (২৮)।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরতর অবস্থা শাওনকে রাতেই ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। অপর ৬ জনের মধ্যে শিপন ও হাসান টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মনির বাদী হয়ে প্রতিপক্ষের ৬ জন রুবেল হালদার (৩৩), মো. বাবু হাওলাদার (৩০), মো. রাকিব হালদার (২৮), শাকিব হাওলাদার (২৬), আমিন হাওলাদার (৫৬), দিনা হাওলাদারের (৩৭) বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে।
এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, জায়গা সম্পত্তি নিয়ে সাথে কাইচাইল এলাকার মনির হোসেন শেখ গংদের সাথে প্রতিবেশী আমিন হাওলাদার গংদের পূর্ব বিরোধ চলে আসছিলো। বিরোধকে কেন্দ্র করে সোমবার রাতে মনিরদের বাড়িতে এসে অকথ্যভাষায় গালিগালাজ করতে আমিন হালাদার ও তার পুত্র রুবেল, বাবু, রাকিব, শাকিব ও ভাতিজা দিনা হাওলাদার। এ বিষয়ে প্রতিবাদ করলে মনিরের ভাতিজা শাওনকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। এসময় শাওনকে বাঁচাতে মনির হোসেন, তার ভাগ্নে হাসান সরদার, প্রতিবেশি আমির হোসেন, শিপন, আমির হোসেনের স্ত্রী পান্না বেগম এগিয়ে আসলে তাদেকে হকিস্টিক, লোহার রড, দা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার ১জনকে ঢাকায়, ২জন ভর্তি রাখে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
মনির হোসেন জানান, দীর্ঘদিন যাবত প্রতিপক্ষের লোকজন আমাদের জায়গা দখলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছিলো। এ নিয়ে তাদের সাথে পূর্ববিরোদের চলছিলো। এর জের ধরেই হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। থানায় অভিযোগ করেছি, আমরা এর বিচার চাই।
এ বিষয়ে প্রতিপক্ষের আমিন হালদারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: