কুমিল্লায় লরির ধাক্কায় ট্রাক হোটেলে, নিহত ৩
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২১ ২১:২৬
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় লরির ধাক্কায় ট্রাক হোটেলে ঢুকে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন।
মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক হেলপার চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন (২৭), মোটরসাইকেল আরোহী চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ (৩৫) ও লরি চালক রাসেল (৩৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, আটগ্রাম পুরাতন রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ফেনী-ট-১১-০০৪৬) পেছনে ঢাকামুখী একটি লরি (ঢাকামেট্রো-ঢ-৬২-০০১৬) ধাক্কা দেয়।
এ সময় পূর্ব দিক থেকে আসা এক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে লরিটি সড়কের পাশে থাকা হোটেলে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং আহত হন আরও সাতজন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: