বৃহঃস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১


সাংবাদিক আবু তৈয়ব গ্রেফতার


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২১ ১৭:২২

আপডেট:
২১ এপ্রিল ২০২১ ১৯:৩৩

আবু তৈয়ব মুন্সি। ছবি: সংগৃহীত

আবু তৈয়ব মুন্সি। ছবি: সংগৃহীত

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর নূরনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মামলা নং-২৫। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে জড়িয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ দেয় তৈয়ব মুন্সি। এই সংবাদের কারণে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সম্মান ক্ষুন্ন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তৈয়ব মুন্সিসহ দু’জনকে এই মামলায় আসামি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top