শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১


রাজশাহীর নিরাপদ আবাসন কেন্দ্রে নারীর মৃত্যু


প্রকাশিত:
৫ মে ২০২১ ১৮:৫৩

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ০৬:২৫

ফাইল ছবি

রাজশাহীর নারী ও শিশু-কিশোর হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে জুলেখা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ মে) রাত ১০টার দিকে ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আনা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুলেখা। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে আনা হয়।

তবে আনার আগেই তার মৃত্যু হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কেন্দ্রের পরিচালক লাইজু রাজ্জাক জানান, ২০১১ সাল থেকে তিনি কেন্দ্রে ছিলেন। এখানে আসার পর জুলেখা তার নাম বলতে পারতেন। তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। তিনি নিজের পরিচয়ও জানাতে পারেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top