বাবুগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত:
৫ মে ২০২১ ২০:২৫
আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ০৬:২৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রামের সিকদার বাড়ির সামনে থেকে ১শ’ পিস ইয়াবাসহ আলামিন হাওলাদার নামে এক যুবককে (২৭) আটক করেছে র্যাব।
মঙ্গলবার (০৪মে) রাতে তাকে আটক করা হয়। আলামিন বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মো. ইউনুস হাওলাদারের ছেলে।
বুধবার (০৫মে) সকালে বরিশাল র্যাব-৮ সদর দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভূতেরদিয়া গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদের সামনে অভিযান চালায় র্যাব। অভিযান টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে (আলামিন) আটক করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আলামিনকে বাবুগঞ্জ থানায় সোপর্দ করে র্যাবের ডিএডি মো. নুর ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: