শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১


বগুড়ায় নিউ মার্কেটে আগুন


প্রকাশিত:
৯ মে ২০২১ ২১:৩৯

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ০৬:২৫

ছবি: সংগৃহীত

শনিবার (০৮ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের রফিক খান নিউ মার্কেটের ২য় তলায় আগুন লাগে। আগুনে ববি লেডিস টেইলার্স পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শী আশপাশের দোকানদাররা জানান, রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পান নৈশ্যপ্রহরীদের মাধ্যমে। সাথে সাথে চলে আসেন মার্কেটে। এসে দেখেন আগুন জ্বলছে। তবে শুধু ববি টেইলার্সে আগুন লেগেছে। অন্য কারও ক্ষতি হয়নি বলেও জানান তারা।

টেইলার্সের মালিক বাবলু মিয়া জানান, তার টেইলার্সে ঈদ উপলক্ষে তৈরী করতে দেওয়া বিভিন্ন জামা, পাঞ্জাবী তৈরী করে আজ ডেলিভারী দেওয়ার জন্য দোকানে রেখে যাই। আজ ডেলিভারি দেয়ার কথা। গতকাল রাতে বাসায় চলে যাই। পরে রাত তিনটার পর তিনি জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে।

রবিবার (০৯ মে) বেলা ১২টার দিকে বগুড়া ফায়ার সার্ভিসের লিডার মাসুদ পারভেজ জানান, তারা খবর পেয়ে দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top