দিনাজপুরে বজ্রপাতে নিহত ১
প্রকাশিত:
৯ মে ২০২১ ২১:৫৮
আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ০৬:২৫

দিনাজপুরের কাহারোলে বজ্রপাতে তারিন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক কিশোরী।
রোববার (০৯ মে) সকাল ১০টায় উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ চান্দুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারিন কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ চান্দুয়ারী গ্রামের মো. মোন্নাত আলীর মেয়ে এবং আহত ঝিনুক একই এলাকার মৃত মো. মাসুদের মেয়ে।
নিহত কিশোরী বাবা মো. মোন্নাত আলী জানান, সকাল ১০টায় তারিন, ঝিনুক এবং সাথী বাড়ির পাশে পুকুরপাড়ে একটি বেড়াবিহীন ঘরে বসে খেলছিল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তারিন ও ঝিনুক গুরুতর আহত হয়। তাদের দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তারিনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফরোজ সুলতানা লুনা জানান, হাসপাতলে নিয়ে আসার আগেই তারিনের মৃত্যু হয়েছে। আহত ঝিনুকের অবস্থা আশঙ্কা মুক্ত নয়। তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: