শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কিরণগঞ্জ সীমান্তে ৩৩৭টি মোবাইল উদ্ধার


প্রকাশিত:
১৭ মে ২০২১ ১৭:৪৩

আপডেট:
১৭ মে ২০২১ ২৩:৫৮

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৩৩৭ টি মালিকবিহীন ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৭৬ লাখ ৭০ হাজার টাকা।

সোমবার (১৭ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের শুন্যরেখা এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে সোমবার রাত ২টা থেকে ভোররাত ৫টা পর্যন্ত কিরণগঞ্জ বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যের সমন্বয়ে পৃথকভাবে সন্দেহজনক এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানকালে ভোর রাত সাড়ে ৩ টার দিকে কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯ মেইন পিলারের নিকট শুন্যরেখায় চোরাকারবারীদের ধাওয়া করলে চোরকারবারীরা ৬টি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট হতে ভারতীয় বিভিন্ন প্রকার ৩৩৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top