রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ফেনীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড


প্রকাশিত:
৬ মে ২০২৪ ১২:১৪

আপডেট:
১৯ মে ২০২৪ ১২:১৩

ছবি- সংগৃহীত

ফেনীতে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। গতকাল রোববার রাত ১০টা থেকে শুরু হওয়া এ বৃষ্টি সোয়া ১১টা পর্যন্ত স্থায়ী ছিল। এ সময় জেলায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘন্টায় ৬ কিলোমিটার বাতাসের গতি ছিল।

ফেনী আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মুজিবুর রহমান আরও জানান, গতকাল রাতে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৬ কিলোমিটার।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top