বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২


কটিয়াদীতে জাল ভোট দিতে গিয়ে কিশোর-কিশোরী আটক


প্রকাশিত:
২১ মে ২০২৪ ১২:১২

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৪৬

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাল ভোট দিতে গিয়ে কিশোর-কিশোরী আটক হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এ ঘটনা ঘটে।

আটককৃত দুই কিশোর-কিশোরী হলো, উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের নওয়াবাড়ীয়া গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে তামান্না আক্তার (১৮) ও একই ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মো. আনিচুজ্জামানের ছেলে সিফাতুজ্জামান (১৭)।

ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মাজহারুল ইসলাম বলেন, জাল ভোট দেওয়ার অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। দুইজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাওসার তাদেরকে কোর্টে পাঠানোর নির্দেশ দেন। শিশু আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top