রবিবার, ২৩শে জুন ২০২৪, ৯ই আষাঢ় ১৪৩১


শেরপুরে বিদেশি মদসহ কারবারি গ্রেফতার


প্রকাশিত:
১০ জুন ২০২৪ ২১:১৩

আপডেট:
২৩ জুন ২০২৪ ০৮:৫৯

ছবি- সংগৃহীত

শেরপুরে ভারতীয় মদসহ কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (১০ জুন) তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত পঁয়ত্রিশ বছর বয়সী নাসির হোসেন নালিতাবাড়ী উপজেলার মানিক চাঁদ গ্রামের আফজাল হোসেনের ছেলে। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইনসপেক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম জেলা সদরের তাতালপুর বাজারে অভিযান চালায়। এসময় ওই এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে অর্ধ-শতাধিক ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ভদকা ও হুইসকি মদের বোতলসহ কারবারি নাসিরকে গ্রেফতার করা হয়। এ সময় অটো রিকশাটিকে জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মাদক সমাজের জন্য অভিশাপ। মাদক কারবারিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top