রবিবার, ২৩শে জুন ২০২৪, ৯ই আষাঢ় ১৪৩১


গোপনে ধর্ষণের ভিডিও ধারণ, যুবক গ্রেফতার


প্রকাশিত:
১৩ জুন ২০২৪ ১০:৪৭

আপডেট:
২৩ জুন ২০২৪ ০৯:১৯

ছবি- সংগৃহীত

নীলফামারীর ডোমারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আজাদ( ৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ১৩। এরআগে ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাতে বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগরা গ্রামের খুলখুল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজাদ পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকার আতাউর রহমানের ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক একদিন ভুক্তভোগীর বাড়িতে আসেন। এসে জোড়পূর্বক ভুক্তভোগীর সঙ্গে ছবি তোলেন। পরে ভুক্তভোগী শারীরিক সম্পর্কে রাজি না হলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে ভুক্তভোগীর বাড়িতে এসে জোড়পূর্বক তাকে ধর্ষণ করে গোপনে ভিডিও করে রাখেন। পরে আবার ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চাইলে ভুক্তভোগী নিজে আত্মহত্যা চেষ্টা করেন। তার পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে রক্ষা করলে সে সবকিছু খুলে বলেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top