রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ধীরগতির পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


প্রকাশিত:
২২ জুন ২০২৪ ১৪:৫৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২২:৫৪

ছবি সংগৃহিত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতি পথে যানবাহনের চাপে সৃষ্ট বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঢাকাগামী লেনের যানজট কেটে গেছে। এরপর স্বাভাবিক হয়েছে সেতু পশ্চিমের মহাসড়ক ও টোল প্লাজা এলাকার যান চলাচল। শনিবার (২২ জুন) দুপুর ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল থেকেই এই যানজটের শুরু হয়। যা সেতু পশ্চিম থেকে শুরু হয়ে ইকোনমিক জোনের গেট পর্যন্ত পৌঁছে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকামুখী গাড়ির চাপ পড়েছিল সেতু পশ্চিম টোল প্লাজায়। এছাড়া বৃষ্টির কারণে সেতুর ওপরে একাধিক গাড়ি নষ্ট হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। তবে দুপুর পৌনে ১টার দিক থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top