রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত


প্রকাশিত:
২৬ জুন ২০২৪ ১২:৪৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২২:৫২

ছবি সংগৃহিত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকচালক ও হেল্পারসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ জুন) ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, রবিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় রবিউলের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি শহিদ উল্লাহ বলেন, বুধবার ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনের মহাসড়কে কর্তব্যরত অবস্থায় আমাদের হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হন। ঢাকাগামী একটি বেপরোয়া ট্রাক রবিউল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই ঘটনায় ড্রাইভার হেল্পারসহ তিনজনকে আটকসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top