রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


সুরমার পানি কমলেও নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ এখনো কমেনি


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৪ ১৮:৫২

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৫

ছবি- সংগৃহীত

বৃষ্টি কম হওয়ায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি হ্রাস পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৪৩ সেন্টিমিটার কমেছে। তবে এখনও মানুষের দুর্ভোগ কমেনি। নদী তীরবর্তী এলাকায় পানি কমলেও হাওর ও নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাটে পানি রয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে গত ১৬ জুন থেকে শনিবার (১৩ জুলাই) পর্যন্ত পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন সুনামগঞ্জের পৌর শহরের পশ্চিম হাজীপাড়ার বাসিন্দারা।

সুনামগঞ্জ জেলা তিন দফা বন্যা পরিস্থিতির কবলে পড়ে। সব এলাকা থেকে পানি কমে গেলেও অপরিবর্তিত রয়েছে পশ্চিম হাজীপাড়ার বন্যা পরিস্থিতি।

স্থানীয়রা জানান, প্রথম দফা বন্যার পানি নামার আগেই আরো দুইবার বন্যা আক্রান্ত হয়েছেন তারা। বসত ঘর থেকে পানি নামার কোনো রাস্তা নেই, কারণ আশপাশের সবখানেই পানি।

পশ্চিম হাজীপাড়া এলাকার বাসিন্দা রতন উদ্দিন বলেন, আমরা খুব খারাপ অবস্থায় আছি। পরিবার পরিজন নিয়ে চলাফেরা করা খুব কষ্টের। তিন দফা বন্যার কবলে পড়েছি। কবে মুক্তি পাবো পানিবন্দি দশা থেকে তা জানি না।

একই এলাকার বাসিন্দা সেলিনা বেগম বলেন , গত একমাস যাবৎ পানির সঙ্গে যুদ্ধ করছি। ঈদের দিন ঈদ পালন বাদ দিয়ে আশ্রয়কেন্দ্রে যাই এবং দশদিন পরে বাসায় ফিরেছি। বাসায় ফিরে দেখি পানি নামেনি। এখন পর্যন্ত পানিতেই আছি। বাসার সবাই অসুস্থ হয়ে গেছে। কে যে কাকে সামলে রাখবে তা বলা দায়।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, ১২ জুলাই দুপুর থেকে আজ (১৩ জুলাই) রৌদ্রময় দিনের কারণে ও বৃষ্টিপাত না হওয়ায় অনেক জায়গা থেকে পানি কমে গেছে। বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিছে অবস্থান করছে।

সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান জামিল আনাস জানান, আমাদের এলাকায় মূলত পানি নামার কোনো রাস্তা নেই। এই এলাকার পাশেই রয়েছে ঝাওয়ার হাওর, আর হাওর পানিতে পরিপূর্ণ থাকার কারণে পানি নামতে পারছে না। আমাদের পৌরসভার দায়িত্বশীলরা এলাকা পর্যবেক্ষণ করেছেন এবং পানি যাতে দ্রুত নেমে যায় সে ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াধীন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীর পানি কমেছে এবং বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আরও কয়েক দিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। বৃষ্টি হলে আবারও নদীর পানি বৃদ্ধি পেতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top