রাস্তায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক অন্তঃসত্ত্বা
প্রকাশিত:
৮ জুন ২০২১ ২২:০২
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:৫৪

চট্টগ্রাম নগরের হালিশহর বিশ্বরোড কাঁচাবাজার এলাকায় রাস্তার ধারে কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক অন্তঃসত্ত্বা। তাকে দেখে এগিয়ে যান এক পথচারী। এরপর তিনি পুলিশের জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ফুটফুটে একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি।
মঙ্গলবার (০৮ জুন) ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হালিশহর থানার এসআই সতেজ বড়ুয়া।
তিনি বলেন, বিশ্বরোড কাঁচাবাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক অন্তঃসত্ত্বা কাতরাচ্ছেন বলে খবর পাই। সঙ্গে সঙ্গে প্রসূতিকে রাস্তা থেকে তুলে ব্র্যাক ম্যাটারনিটি সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি ছেলেসন্তানের জন্ম দেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নবজাতকসহ মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
নবজাতককে দেখাশোনার জন্য আপাতত স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়েছে। মানসিক ভারসাম্যহীন নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: