রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেলেন ২ হাজার রোগী


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৪:৫২

ফাইল ছবি

লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী সময়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এসময় বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয়েছে রোগীদের।

শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার রাধাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্যাম্পে এ সেবা দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ২৫ চিকিৎসক রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন। এর মধ্যে নিউরো মেডিসিন, শিশু, নাক-কান-গলা, চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম ও ডেন্টালসহ বিভিন্ন চিকিৎসা দেন চিকিৎসকরা। একই সঙ্গে বিভিন্ন রোগের ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল হক বাবুল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব প্রমুখ।

আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরিব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। এছাড়া রাধাপুর গ্রামসহ আশপাশের গ্রামগুলো প্রায় এক মাস বন্যার পানিতে নিমজ্জিত ছিল। এসময় বিভিন্ন বয়সী মানুষ নানান রোগে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী প্রায় ২ হাজার জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগ অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top