শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৪২

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৭:০৯

ছবি সংগৃহীত

চট্টগ্রামের অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে শটগানের কার্তুজ, চাইনিজ কুড়াল ও ছুরিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর আকবর শাহ্ লতিফপুর সোনামিয়া রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– রবিউল ইসলাম, আবদুল হামিদ, মো. ইউসুফ, গোলাম রব্বানি ও মো. সুমন।

আকবর শাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন বলেন, সোমবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আকবর শাহ্ লতিফপুর সোনা মিয়া রেলগেইট এলাকায় অস্ত্রসহ কয়েকজন দুষ্কৃতকারী অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় মীরপুর আবাসিক এলাকা, শাপলা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন বাসা ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল চক্রটি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top